লড়াই করেই ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেবীদুর্গা যে অর্বিভূত হয়েছিলেন পৃথিবীতে অসুরকে পরাজিত করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অসত্যকে দূর করে সত্যকে প্রতিষ্ঠা করতে। এখনো সেই অন্যায়, অসত্য, অসুন্দরের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমাদেরকে ন্যায় ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে।’
গতকাল শনিবার বিকেলে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখ্রুল ।
এসময় তিনি দলের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান । তার সঙ্গে ছিলেন বিএনপির হাবিব উন নবী খান সোহেল, গৌতম চক্রবর্তী, ইশরাক হোসেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রমেশ দত্ত, মহানগরের কাজী আবুল বাশার, মীর আশরাফ আলী আজম, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ নেতৃবৃন্দ।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আমরা জানি, এবার কোভিড-১৯ এর জন্য আপনাদের অনেক বিধি নিষেধের মধ্য দিয়ে এই পূজা পালন করতে হচ্ছে। দুর্গা উৎসবের যে শারীয় উৎসব সেই উৎসবের অনেক কিছু আপনারা পালন করতে পারছেন না।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এই কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ অসম্প্রদায়িক মানুষ। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান আমরা সবাই একসাথে বাস করছি। ১৯৭১ সালের যে গণতন্ত্রের চেতনা সেই চেতনাকে ধারণ করে আমরা এদেশে বাস করছি।’
আরও নতুন খবর পেতে দেখুনঃ রাজনীতির হালচাল – কর্পোরেট নিউজ
Feel Good Stories, Feel Good Stories