দেশবাংলা
ফ্রান্সের সাথে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিক্ষোভ
ফ্রান্সের সাথে সবরকম কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে বাংলাদেশি সংগঠন ইসলামি যুব আন্দোলন।
হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবীকে হেয় করা হচ্ছে। এ ধরনের ঘটনায় আরব রাষ্ট্রগুলোর নীরবতারও সমালোচনা করেন তারা।
এসময় ফ্রান্সের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি তাদের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান তারা।