আইন ও বিচারদেশবাংলা

পুলিশকে মারধরের অভিযোগে শ্রমিক লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে খুলনার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রূপসা থানায় দুটি মামলা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফাতেমা আক্তার বিউটি, তার দুই ভাইপো আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে এক যুবক দুটি মোটরসাইকেলযোগে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। তারা টোলপ্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সাথে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সাথে বাকবিতণ্ডা হয় এবং ওই চারজন তাকে মারধর করেন। টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা আক্তার বিউটিকে আটক করে।

রুপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় রাত ১১টায় পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

Back to top button