আগাম ভোটে সর্বকালের রেকর্ড ছাড়ালো যুক্তরাষ্ট্র
আগামী ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড ৮ কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন; যা ২০১৬ সালের নির্বাচনে পড়া মোট ভোটের অর্ধেকের বেশি। নির্বাচনের মাত্র ৪ দিন আগে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে বলে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্টের পরিসংখ্যানে জানানো হয়েছে।
করোনাকালে ভোটের দিনের ভিড় এড়াতে অনেক মার্কিন নাগরিকই এমন সুযোগ নিচ্ছেন। সঙ্গত কারণেই দেশটির ইতিহাসে এবার জমা পড়েছে সবচেয়ে বেশি আগাম ভোট।
করোনাভাইরাসসহ নানা কারণে এবার আগাম ভোটের সংখ্যা ১০ কোটিতে পৌঁছে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। তবে সবশেষ পরিস্থিতি দেখে বিশ্লেষকরা বলছেন, এটা ছাড়িয়ে যেতে পারে গত নির্বাচনের মোট ভোটকেও।
সবমিলিয়ে গত নির্বাচনে ১৩ কোটি ৮০ লাখ মার্কিনী ভোট দিয়েছেন (যেখানে আগাম ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৭০ লাখ)।
এদিকে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনও আগাম ভোট দিয়েছেন। ২৪ অক্টোবর আগাম ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ২৮ অক্টোবর সস্ত্রীক ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।