শোবিজ

প্রথম জেমস বন্ড, শন কনোরি আর নেই

বিশ্বের প্রথম জেমস বন্ড, অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা স্যর শন কনোরি আর নেই। প্রথমবার পর্দায় ‘‌জেমস বন্ড’‌ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। সেই থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।

হলিউড কিংবদন্তি স্যার শন কনেরি ৯০ বছর বয়সে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। বেশ কিছুদিন ধরেই শরীর ভাল ছিল না তাঁর। রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয় তাঁর।

১৯৬০ এর দশকে ০০৭ ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনি সারা বিশ্বে তারকাখ্যাতি পেয়েছিলেন।

শন কনেরি কয়েক দশক ধরে অভিনয় করে গেছেন। তিনি ‘দ্য আনটাচেবলস’ চলচ্চিত্রে একজন আইরিশ পুলিশের ভূমিকায় অভিনয়ের জন্য ১৯৮৮ সালে অস্কার পুরস্কারে ভূষিত হন।

এছাড়াও দু’‌টি বিএফটিএ, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারের অধিকারী তিনি। তাঁর ফিল্মোগ্রাফির মধ্যে ‘‌ইন্ডিয়ানা জোনস্‌’, ‘‌দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘‌দ্য লাস্ট ক্রুসেড’–এর মতো ছবির নাম রয়েছে।‌‌‌ ছবির জগতে তাঁর অবদানের জন্য ২০০০ সালে হোলিরুড প্যালেসের মহারানির কাছ থেকে ‘‌নাইট’ উপাধি পেয়েছিলেন স্যর শন কনারি।‌

স্কটিশ এই অভিনেতাই রূপালি পর্দায় প্রথম জেমস বণ্ড। ইয়ান ফ্লেমিং-এর রোমাঞ্চ উপন্যাসের এই কাল্পনিক ব্রিটিশ স্পাইকে নিয়ে নির্মিত মোট সাতটি থ্রিলার ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন।

পর্দায় তিনি দ্রুতগামী এ্যাস্টন মার্টিন গাড়ি চালাতেন, পান করতেন ভদকা মার্টিনি, তার হাঁটা ছিল শিকারী প্যান্থারের মতো, পোশাক ছিল নিখুঁত, চোখের দৃষ্টি ছিল শীতল।

গত ৬০ বছরে জেমস বন্ডকে নিয়ে অনেকগুলো ছবি হয়েছে, আর তাতে এই চরিত্রে কনোরি ছাড়াও রজার মুর, জর্জ ল্যাজনবি, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান এবং সর্বসাম্প্রতিক ড্যানিয়েল ক্রেইগের মত অভিনেতারা।

কিন্তু অনেকের মতে বণ্ড চরিত্রের রূপায়নকারীদের মধ্যে শন কনোরিই ছিলেন সর্বশ্রেষ্ঠ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =

Back to top button