Lead Newsরাজনীতি

মহানবীর (সাঃ) দীক্ষাই আমাদের নির্দেশক: ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্বক কার্টুন প্রকাশ ও ফ্রান্স সরকার কর্তৃক ইসলাম বিদ্বেষ ছড়ানোর পরিপ্রেক্ষিতে বিশ্ব মুসলিম উম্মাহসহ সকল ধর্ম-বর্ণের মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি মহাসচিব বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্বক কার্টুন প্রকাশ ও সেটির পক্ষে ফরাসি প্রেসিডেন্টের অবস্থানকে কেন্দ্র করে বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সকল ধর্ম-বর্ণের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র এর প্রতিবাদ জানিয়েছে। সকল মানুষের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল বিএনপিও তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মের অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাই ফ্রান্সের এই কাজকে বিএনপি একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে। পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে।

বিএনপি ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মহানবী (সা.) এর কার্টুন প্রকাশ ও তা সমর্থন করা ধর্মবিদ্বেষকে উস্কে দেয়ার মতো অপরাধ। একই সঙ্গে প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ হত্যাও গ্রহনযোগ্য নয়। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে মানবতার ধর্ম ইসলাম প্রচার করেছেন মহানবী (সা.)। তার দীক্ষাই হোক আমাদের নির্দেশক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Back to top button