ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের এই সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে সেই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নেতা-কর্মী বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেয়।
সমাবেশে পুরানা পল্টন, দৈনিক বাংলা, জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এজন্য এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
সমাবেশে হেফাজতের মহানগর আমির আল্লামা নুর হোছাইন কাসেমীর সভাপতিত্বে নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি ও হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও তাদের পণ্য বর্জন করতে হবে।