ধর্ম ও জীবন

এবার ওয়াজ-বিতর্ক; ওয়াজকে কনসার্টের সাথে তুলনা করলেন ভিসি মীজান (ভিডিও)

এবার ওয়াজ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

মৌলভীদের করা ওয়াজগুলোকে বর্তমানে বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম বলে উল্লেখ করে জবি’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) বলেছেন, এখন যে ওয়াজগুলো হচ্ছে তা ‘ওয়ান কাইন্ড অফ কনসার্ট’।

তাঁর মন্তব্য, “কনসার্ট হয় না? লাইভ, এলইডি টিভি এবং মোবাইল, ইউটিউব। এতে হুজুররা সব গান গেয়ে ফেলতেছে। পল্লীগীতি এবং ভাওয়াইয়া থেকে আরম্ভ করে সিনেমার গান হুজুররা গাইতেছে, নাচতেছে, জিকির করতেছে এবং তালে তালে নাচে। বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওয়াজ। আপনার যখন খুব খারাপ লাগবে তখন ওয়াজ শুনবেন। দেখবেন মজা লাগবে।”

জবির ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সোমবার (নভেম্বর ২) তিনি এসব কথা বলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে এটি অনুষ্ঠিত হয়।

https://youtu.be/Ps-lV3zbkOI

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + ten =

Back to top button