মার্কিন নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ অঙ্গরাজ্যে ভোট শেষ হয়েছে। ভোট গণনায় এরই মধ্যে কিছু আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন।
১৮টি রাজ্যের ফলাফলের পূর্বাভাস দিয়ে বিবিসি বলছে, সর্বশেষ গণনা অনুযায়ী ৮৯টি আসনে (ইলেক্টোরাল ভোট) বাইডেন এগিয়ে রয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ৭২টি আসনে।
বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিট নাগাদ নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ওকলাহোমা, আরকানসাস, টেনেসি, কেনটাকি, ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলাইনা, আলাবামা ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এর মধ্যে আরকানসাসে ছয়টি, ইন্ডিয়ানায় ১১টি, কেনটাকিতে আটটি, নর্থ ডাকোটায় তিনটি, ওকলাহোমায় সাতটি, সাউথ ডাকোটায় তিনটি, টেনেসিতে ১১টি, সাউথ ক্যারোলাইনা নয়টি, আলাবামায় নয়টি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় পাঁচটি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন তিনি।
অন্যদিকে জো বাইডেন নিউইয়র্ক, ভারমন্ট, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, নিউজার্সি, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড ও কলোরাডো অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জয় পেয়েছেন। এর মধ্যে কলোরাডোয় নয়টি, কানেকটিকাটে সাতটি, ডেলাওয়ারে তিনটি, ম্যারিল্যান্ডে ১০টি, ম্যাসাচুসেটসে ১১টি, নিউজার্সিতে ১৪টি, নিউইয়র্কে ২৯টি ও ভারমন্ট অঙ্গরাজ্যে তিনটি এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় তিনটি ইলেকটোরাল ভোট পেতে পারেন বাইডেন।
এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলের দিকে বিশ্লেষকরা বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন – কারণ এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’। অঙ্গরাজ্যটিতে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করা হচ্ছে।