ক্রিকেটখেলাধুলা

এসএ গেমস: মালদ্বীপকে লজ্জায় ডুবালো সৌম্য-আফিফরা

এসএ গেমসে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ অলিম্পিক দল। টি-টুয়েন্টি ফর‌ম্যাটে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই মালদ্বীপকে নাস্তানাবুদ করেছে সৌম্য-শান্তরা।

নেপালের কীর্তিপুরে এসএ গেমসে পুরুষ বিভাগের ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে সৌম্য বাহিনী। জবাবে মাত্র ৬৫ রানে গুটিয়ে গেছে মালদ্বীপ।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সৌম্য সরকার। ওপেনার নাঈম শেখের সঙ্গে শুরু থেকেই চড়াও হয়ে ব্যাট করেন টাইগার অধিনায়ক। এ দুজন ওপেনিং জুটিতে তোলেন ৫৯ রান। ২৮ বলে ৩৮ রান করে আউট নাঈম। আর ৩৩ বলে ৪৬ রান করে বিদায় নেন সৌম্য। পরে নাজমুল হোসেন শান্ত স্কোর বোর্ডে দ্রুত রান তোলেন। তবে মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। ৪৯ রানে তাকে আউট করেন ইব্রাহিম হাসান। তবে ২০ ওভার শেষে মালদ্বীপকে ১৭৫ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ।

জবাব দিতে নেমে, বাঁহাতি স্পিনার তানভির ইসলামের ঘূর্ণিতে বিপদে পড়ে মালদ্বীপ। চার ওভারে ১৯ রান দিয়ে একাই ৫ উইকেট শিকার করেন তিনি। মজার ব্যাপার হলো, প্রতিপক্ষ শিবিরের প্রথম ৫টি উইকেটই শিকার করেন তানভির। পরে আফিফ ও আফ্রিদির বোলিংয়ে ১৯ ওভার ২ বলে অলআউট হয় মালদ্বীপ। শুক্রবার (৬ ডিসেম্বর) গ্রুপের পরের ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

 

আরও পড়ুনঃ এসএ  গেম ২০১৯,    সৌম্য সরকার 

Tag: Today Bd News Live,  Today Live Bd News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − three =

Back to top button