Lead Newsজাতীয়

আরও এক লাখ টন সার কিনছে সরকার

সরকার আগামী বছরের জন্য অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আরও এক লাখ ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিমাণ সার কেনা বাবদ সরকারের ব্যয় হবে ২৩৫ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ১৮৬ টাকা।

বুধবার (৪ নভেম্বর) সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় কৃষি মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী জুমে অংশ নিয়ে এই অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানালেও পরে অনলাইনেই সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জন্য একটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এরমধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৪টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা ছিল।’

অতিরিক্ত সচিব জানান, ৬৩ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার ৫৬২ টাকা ব্যয়ে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
অতিরিক্ত আরও সচিব বলেন, একইভাবে ৫৮ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৬৮৭ টাকা ব্যয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাতারের মুনতাজাত থেকে চতুর্থ লটে ২৫ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দিয়েছে। মুনতাজাত থেকে বিসিআইসির পঞ্চম লটে আরও ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য সরকারের ব্যয় হবে ৫৬ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৪৩৭ টাকা।

অপরদিকে সরকার সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) থেকে চতুর্থ লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৬ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনছে বিসিআইসি। এই প্রস্তাবটিও অনুমোদন পেয়েছে ক্রয় কমিটির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 7 =

Back to top button