আন্তর্জাতিক
ইসরাইলের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করবে আমিরাত, ফিলিস্তিনের ক্ষোভ
ইসরাইলের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা- ‘ফ্লাইদুবাই’।
গত আগস্টে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক হওয়ার পর এক চুক্তির আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ২৬ নভেম্বর থেকে প্রতিদিন দুইটি ফ্লাইট দুবাই থেকে তেলআবিবে যাত্রা করবে। খবর আল জাজিরার।
আনুষ্ঠানিক বিমানযাত্রাকে সামনে রেখে এরইমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
চুক্তির আলোকে উভয় দেশের নাগরিকরা ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবে।
ইসরাইলের কয়েকটি বিমান সংস্থা দুবাই ভ্রমণে ইচ্ছুক ইসরাইলিদের জন্য প্যাকেজ ভ্রমণের বিজ্ঞাপন দিয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে দুবাইতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে ইসরাইলি বিমান।
এদিকে, এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।