শহীদ মিনারে ইংরেজি গান বাজিয়ে নাচানাচি! নিন্দার ঝড়
Today Breaking News:
ইংরেজি গানের তালে তালে কিছু তরুণীর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নাচানাচিকে বলে ‘ফ্ল্যাশ মব’। যা দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।
প্রশ্ন উঠেছে, এমন একটি নাচের ভিডিও ধারণ কেন আমাদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা শহীদ মিনারে করতে হবে? সমালোচনা হচ্ছে শহীদ মিনারে এমন একটি অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া নিয়েও। ভিডিওটি নাকি গতকাল বুধবারই ধারণ করা হয়েছে।
এক নেটিজেন লিখেছেন, এ দোষ বা অপরাধ আমাদের। আমরা পারিনি নতুন প্রজন্ম কে সঠিক ইতিহাস জানাতে ও দেশাত্মবোধে মানুষ করতে। এ আমাদের চরম ব্যার্থতা।
এদিকে শহীদ মিনারের মত এমন পবিত্র জায়গায় এই ধরণের ভিডিও দেখে নেটিজেনদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
প্রশ্ন উঠেছে, এমন একটি নাচের ভিডিও ধারণ কেন আমাদের সবার শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা শহীদ মিনারে করতে হবে? সমালোচনা হচ্ছে শহীদ মিনারে এমন একটি অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া নিয়েও।
এই ভিডিওতে একজন কমেন্টস করে লিখেছেন, অন্তত শহীদ মিনারে এটা মেনে নেওয়া যায় না। কারণ এটা আমাদের বাংলা ভাষার প্রতীক। যারা আয়োজন করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত।
তবে কে বা কারা এর আয়োজক, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
সৈয়দ নাজমুল হোসেন নামের আরেকজন লিখেছেন, আমি যতটুকু জানি, শহীদ মিনারে কিছু করতে হলে এই পবিত্র স্থাপনা রক্ষণাবেক্ষণে নিয়োজিত সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমোদন নিয়ে করতে হয়। তাই কর্তৃপক্ষের এ ধরনের উদাসীনতা অবশ্যই জোরালো জবাবদিহিতার দাবি রাখে।
আরও জানুনঃ বিনোদন সারাদিন, শহীদ মিনার
Tag: Today Breaking News,