Lead Newsআন্তর্জাতিক
আমি প্রথম, তবে শেষ নইঃ কমলা হ্যারিস
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কমলা হ্যারিস।
জো বাইডেনের রানিং মেট হিসেবে ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস আরও রেকর্ড গড়েছেন। আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি হতে চলেছেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রথম এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্টও।
কমলা হ্যারিস শনিবার এক ঘোষণায় বলেছেন, তার বিজয় নারীদের জন্যে কেবল সূচনা মাত্র।
ডেলওয়ারে বিজয়র্যালীতে কমলা বলেন, আজ রাতে প্রতিটি ছোট মেয়ে দেখতে পাচ্ছে, আমেরিকা একটি সম্ভাবনাময় দেশ। এক শতক আগে আমেরিকার মহিলাদের ভোটাধিকার প্রাপ্তির মাধ্যমে যে নতুন ধারার সূচনা হয়েছিল, তা এত তাড়াতাড়ি শেষ হবে না।
হ্যারিস আরো বলেন, আমি প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হতে পারি, তবে আমিই শেষ নই।