করোনা নিয়ন্ত্রণই অগ্রাধিকার: জো বাইডেন
সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে মাস্ক ছুড়ে যে ‘ঔদ্ধত্ব’ ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছিলেন-তার উল্টো পথেই হাঁটলেন জো বাইডেন। আমেরিকাবাসীকে তিনি বার্তা দিলেন, ক্ষমতায় এলে আগে করোনাভাইরাস মোকাবিলার কাজ শুরু করবেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন মার্কিন ‘মুখ’ হতে চান তিনি। চান সবার প্রেসিডেন্ট হতে। যে তাঁকে ভোট দিয়েছেন, যে দেননি-প্রত্যেককে সঙ্গে নিয়েই চলবেন তিনি।
জয়ের পর গতকাল রোববার বাইডেন জানান, করোনা নিয়ন্ত্রণই তাঁর অগ্রাধিকার। এই মুহূর্তে গোটা বিশ্বে করোনার সংক্রমণের যে ছবি, তার মধ্যে আমেরিকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এমন পরিস্থিতির মধ্যেও করোনা নিয়ন্ত্রণে কোনও তত্পরতা দেখাননি-এই মর্মে বার বারই অভিযোগ উঠেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তিনি বিভিন্ন সময় করোনার হানাদারিকে কটাক্ষও করেছিলেন।
তাই, জয় পেয়ে বাইডেন জানিয়ে রাখলেন যে, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, ‘সবাইকে জানাচ্ছি, প্রথম দিন থেকেই এই মহামারী নিয়ন্ত্রণের কাজ শুরু করব।’
আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি। মৃত্যু হয়েছে আড়াই লক্ষ মানুষের। দেশে করোনার সংক্রমণ যখন শীর্ষে পৌঁছেছিল, সে সময়ও লকডাউনের পথে হাঁটেনি ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বার বার সতর্ক করা সত্ত্বেও সে কথা কানে তোলেননি তিনি। ফলে হুহু করে সংক্রমণ বেড়েছে। বেড়েছে মৃত্যুও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই উদাসীন মনোভাবই প্রতিফলিত হয়েছে মার্কিন নির্বাচনের ফলাফলে।