Lead Newsকরোনাভাইরাস
স্বরাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অপু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী করোনা পরীক্ষার নমুনার আইসিডিআর,বিতে দিয়েছিলেন। গতকাল তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসে। তিনি এখন ধানমণ্ডির বাসভবনে আইসোলেশনে আছেন। মন্ত্রীর শারীরিক কোনো জটিলতা নেই। তিনি স্বাভাবিক ও ভালো আছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।