Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

ভ্যাকসিনের অনুমোদন চেয়ে ফাইজার ও বায়োএনটেকের আবেদন

যুক্তরাষ্ট্রের বৃহৎ ঔষধ কোম্পানী ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন পেতে আবেদন করেছে।

শুক্রবার তারা যুক্তরাষ্ট্রের দ্য ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) এর নিকট ভ্যাকসিন অনুমোদনের আবেদন জানায়।

এই বিষয়ে এফডিও জানিয়েছে যে, ভ্যাকসিন কমিটি এই আবেদন নিয়ে আলোচনার জন্যে ১০ ডিসেম্বর বৈঠকে বসবে।

এফডিএ প্রধান স্টিফেন হান এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের প্রতিজনগণকে আস্থাশীল করতে স্বচ্ছ্বতা ও আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

তবে তাদের পর্যালোচনায় কতো সময় লাগবে তা তিনি উল্লেখ করেননি। এর আগে ফেডারেল সরকার থেকে বলা হয়েছে, ডিসেম্বরেই জনগণ ভ্যাকসিন পাবে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা তাদের করা আবেদনকে বিশ্বের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে মর্ডানা ও ইউএস ন্যাশনাল ইন্সস্টিটিউট ফর হেলথও তাদের ভ্যাকসিন পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে।  তারা দাবি করেছে, তাদের তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী।

আগামী ২৫ নভেম্বরের দিকে মর্ডানাও তাদের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে।

এছাড়া অক্সফোর্ড ও আস্ট্রাজেনিকার যৌথভাবে তৈরি ভ্যাকসিনের তৃতীয় ধাপের তথা ক্লিনিকাল ট্রায়াল চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =

Back to top button