আইন ও বিচার
সাবেক যুবলীগ নেতা কাজী আনিসের ১শ’ কোটি টাকার সম্পদ জব্দ
ক্যাসিনোকাণ্ডে যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসের ১০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। বর্তমানে স্ত্রীসহ আত্মগোপনে রয়েছেন তিনি। দ্রুতই এ মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
গেল বছর ২৯ অক্টোবর, আনিস ও তার স্ত্রী সুমির বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে দুটি মামলা করে দুদক। তদন্তে নেমে, দেশে-বিদেশে এই দম্পতির বিপুল সম্পদের সন্ধান পায় সংস্থাটি।
দুদক কর্মকর্তারা জানান, তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে।