বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে বিএনপি যদি সহিংসতার পথে যায়, তবে আওয়ামী লীগ তার সমুচিত জবাব দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
আজ বৃহস্পতিবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে সোহরাওয়ার্দীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রখ্যাত এই রাজনীতিবিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার নয়, আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে চায় বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা যদি অশান্তি চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জ্বালাও-পোড়াওর পুরোনো রাজনীতি আবারও যদি তারা পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখন অত্যন্ত সংঘটিত, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। সমুচিত জবাব দেওয়া হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন। গণতন্ত্রের জন্য তাঁর যে সংগ্রাম, সেটি এখনো বাংলাদেশ আওয়ামী লীগ অনুসরণ করে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতের এক হোটেলকক্ষে নিঃসঙ্গ অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
আরও দেখুনঃ চলমান রাজনীতি, বিবিধ
Tag: Bangladeshi Politics News Today, Bangladeshi Politics News Today