ঢাকা উত্তর সিটির মেয়রের দায়িত্ব নিয়ে এক আমূল পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন আনিসুল হক। সে লক্ষ্যে কাজ শুরু করেছিলেন, অনেক দূর এগিয়েও গিয়েছিলেন। কিন্তু মৃত্যু তাকে থামিয়ে দিয়েছে ২০১৭ সালের ৩০ নভেম্বর। ডিএনসিসির প্রথম নির্বাচিত এই মেয়রের তৃতীয় মৃত্যুবাষির্কী আজ।
দিবসটি উপলক্ষে উত্তর সিটির পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে মেয়র আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বাদ জোহর গুলশানে ডিএনসিসির নগর ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন আনিসুল হক। রাজধানীকে মানুষের বসবাসের যোগ্য করে তোলাই ছিল তার স্বপ্ন। রাস্তা, পার্ক ও ফুটপাথ থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বহু উন্নয়নমূলক কাজ করেছেন মাত্র ২ বছরেই। তার পদক্ষেপেই রাজধানী থেকে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়েছিল।
২০১৭ সালের ২৯ জুলাই সপরিবারে লন্ডন সফরে যান আনিসুল হক। সেখানে ১৩ আগস্ট মস্তিষ্কের রক্তনালীর প্রদাহতে (সেরিব্রাল ভাসকুলাইটিস) আক্রান্ত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫২ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন আনিসুল হক। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর স্নাতক ডিগ্রি অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আশির দশকে টেলিভিশনের উপস্থাপক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ডিএনসিসির সাবেক এই মেয়র।