ক্রিকেটখেলাধুলা

বঙ্গবন্ধু টি২০ কাপঃ মাশরাফীকে পেতে চায় বরিশাল-খুলনা

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাকি ম্যাচগুলোতে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে জেমকন খুলনা। আজ বৃহস্পতিবার খুলনার ম্যানেজার নাফিস ইকবাল সাংবাদিকদের এই আগ্রহের কথা জানান।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত মার্চে। ফিটনেস না থাকায় চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না তিনি। তবে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন তিনি।

সাংবাদিকদের নাফিস বলেন, ‘মাশরাফী এমন একটা নাম, এমন একজন প্লেয়ার, তাঁকে যে কেউই দলে নিতে চাইবে। আমরা তাঁকে দলে নিতে আগ্রহী। তবে এখন দেখতে হবে, মাশরাফীকে পাওয়ার সম্ভাবনা কতটুকু। তাঁর ফিটনেসের কী অবস্থা, সেটাও জানতে হবে আমাদের।’

খুলনার এই কর্মকর্তা আরো বলেন, ‘মাশরাফীর নাম ড্রাফটে ছিল না। একাধিক দল যদি আগ্রহ দেখায় তখন বোর্ডের নীতিমালা কী হবে, সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছি।’

এদিকে ফরচুন বরিশালও মাশরাফীকে দলে নিতে চায়। দলটির চেয়ারম্যান মিজানুর রহমান বৃহস্পতিবার বলেন, ‘আমরা শুরু থেকে জানতাম যে মাশরাফী ফিট ছিল না। ড্রাফটের দিন বলা হয়েছিল মাশরাফী ফিট হলে পাঁচটি দলই চাইলে তাকে দলে নেওয়া যাবে। গত পরশু আমরা আবেদন করেছি তাকে দলে চেয়ে। আশা করি, আমরা তাকে পাব।’

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন মাশরাফী। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন কি না, এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এরই মধ্যে ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 8 =

Back to top button