ম্যাক্রোঁবিরোধী অন্দোলনে ফের উত্তাল ফ্রান্স
পুলিশের সহিংসতার প্রতিবাদে প্যারিসজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পটকা ছুড়েছে, দোকানের জানালা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যারিকেড পুড়িয়ে দিয়েছে। জবাবে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিল। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের অধিকাংশ কালো পোশাক পরিহিত ছিল এবং তাদের মুখ ঢাকা ছিল। এদের কেউ কেউ রাস্তার পাথর ভাঙতে হাতুড়ি ব্যবহার করেছে।
নভেম্বরে বেশ কয়েক জন পুলিশ সদস্য কৃষ্ণাঙ্গ সঙ্গীত পরিচালক মিশেল জেকলারকে প্রহার করে। সম্প্রতি সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু হয়। এরই মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের নতুন নিরাপত্তা নীতি আরও ক্ষোভের সঞ্চার করে। নতুন এই নিরাপত্তা নীতিতে পুলিশের নজরদারি যন্ত্র বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রচারের অধিকার সীমিতকরণের কথা বলা হয়েছে।