দেশে মৌলবাদী অপশক্তির ফণা তোলার অপচেষ্টার পেছনে দল বিশেষের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দেয়া সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি দেশে ঘাপটি মেরে থাকে। সময়ে সময়ে ফণা তোলার চেষ্টা করে। কোনোভাবেই তাদের ফণা তুলতে দেয়া যাবে না এবং মনে রাখতে হবে এই অপশক্তিকে পরাজিত করেই বাংলাদেশ রচিত হয়েছে।
মৌলবাদী অপশক্তিরা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায় মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা পায় বলেই তারা আজ ফণা তোলার অপচেষ্টা করতে পারে। একটি দল, একটি গোষ্ঠী তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয়।
ভাস্কর্যবিরোধী অপতৎপরতাকারীদের আইনের আওতায় আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে এবং এটার অর্থই আইনের আওতায় আসা। সেই মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও নিতে হয়েছে।
বিএনপি চায় না রোহিঙ্গারা ভালো থাকুক, মন্তব্য করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পুরো দেশবাসী এবং রোহিঙ্গারা তাদের এই স্থানান্তরকে স্বাগত জানিয়েছে। কিন্তু বিএনপি এটাকে আত্মঘাতী বলেছে। আসলে তারা চায় না রোহিঙ্গারা ভালো থাকুক। এর মধ্য দিয়ে বিএনপির রোহিঙ্গা ইস্যুটাও টিকে থাকলো।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি দৈনিক জনকণ্ঠের কাওসার রহমান, দৈনিক বর্তমানের মোতাহার হোসেন, ইত্তেফাকের মুন্না রায়হান, জাগো নিউজের ইসমাঈল হোসাইন, খোলা কাগজের শাহাদাত স্বপন, বাংলা নিউজের গৌতম চন্দ্র ঘোষ, এবিনিউজ২৪.কম এর তরিকুল ইসলাম সুমন, চ্যানেল আইয়ের মোরছালীন বাবলা, আমাদের সময়ের ইউসুফ আরেফিন ও যমুনা টিভির আলমগীর স্বপন প্রমুখ।