ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন বান্ধবী জর্জিনা রডরিগেজ। রোনালদোকে তিনি অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেছেন।
ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তায় রডরিগেজ লিখেছেন, ‘অতুলনীয়, অপ্রতিরোধ্য, সাহসী এবং প্রচারবিমুখ। তোমার নামের পাশে অনেক তথ্য এবং খেতাব রয়েছে, প্রত্যেক জায়গাতেই তুমি নিজের সেরাটা দিয়েছো। সেটা উয়েফা নেশন্স লিগই হোক বা কোপ্পা ইতালিয়া, সিরি এ খেতাব, সিরি এ বর্ষসেরা পুরস্কার পাওয়াই হোক।’
রডরিগেজের সংযোজন, ‘তোমার কাছে অনেকগুলো থাকলেও, সেই পুরস্কার বা খেতাবগুলো তোমার হয়ে সব কথা বলে না। তোমার আবেগ, জেতার ইচ্ছে এবং দলগত সংহতিই তোমার হয়ে কথা বলে। এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে ফুটবল এবং খেলাধুলোর জন্য তুমি অনুপ্রেরণা। আমরা জানি, তুমি চ্যালেঞ্জ থেকে কোনও দিন পিছিয়ে আসো না, নিজের ক্ষমতার বাইরে গিয়ে রোজ নতুন লক্ষ্যমাত্রা তৈরি করো এবং গোটা বিশ্বকে দেখিয়ে দাও কেন তুমি এক নম্বর।’