Lead Newsশিক্ষাঙ্গন
ভাস্কর্যবিরোধীরা সভ্যতার বিরোধীঃ ঢাবি উপাচার্য
ভাস্কর্যবিরোধীরা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং তাদের বক্তব্য বা অবস্থান সভ্যতার বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আখতারুজ্জামান বলেন, তারা (ভাস্কর্যবিরোধী) যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী এবং মানবিক মূল্যবোধের বিরুদ্ধে। বাংলার মাটিতে কখনো এ ধরনের অপপ্রয়াস সফল হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ঢাবি ভিসি আখতারুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষক তার সঙ্গে উপস্থিত ছিলেন।