Lead Newsআন্তর্জাতিকধর্ম ও জীবন

সংযুক্ত আরব আমিরাতে এ বছর ইসলাম গ্রহণ করেছেন ৩ সহস্রাধিক মানুষ

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত তিন হাজার ১৮৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংস্থা মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার।

গতকাল বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের অনলাইনে এ খবর দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার জানায়, নভেল করোনাভাইরাসের কারণে এ বছর ইসলাম ধর্ম গ্রহণের সব আবেদন অনলাইনে নেওয়া হয়।

সংস্থাটির পরিচালক হিন্দ মোহাম্মদু লুতাহ বলেছেন, দুবাইতে বসবাসরত অন্য ধর্মচিন্তার মানুষের মধ্যে ইসলামের মূল বার্তা ছড়িয়ে দিতে তাঁর প্রতিষ্ঠান সচেষ্ট রয়েছে।

ইসলাম গ্রহণকারীদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত সহযোগিতা করে থাকে দুবাইয়ের এই প্রতিষ্ঠানটি। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে এবং টোল ফ্রি ৮০০৬০০ নম্বরে কলের মাধ্যমে ইসলাম গ্রহণের অনুরোধে সাড়া দেয় মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার।

সংস্থাটির নওমুসলিম কল্যাণ শাখার প্রধান হানা আব্দুল্লাহ আল-জাল্লাফ বলেন, ইসলাম গ্রহণের ঘোষণা একজন নওমুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা নওমুসলিমদের সেবায় নিয়োজিত আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Back to top button