আন্তর্জাতিককরোনাভাইরাস

এবার নাইজেরিয়ায় মিললো নতুন ধরনের করোনাভাইরাস

ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পর নতুন বৈশিষ্ট্যেসম্পন্ন করোনা ভাইরাসের সন্ধান মিললো এবার নাইজেরিয়ায়। বিষয়টি নিশ্চিত করেছে আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা।

আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা জানায়- নিঃসন্দেহে নতুন এ উদ্ভাবন সতর্কতামূলক। তবে, আরও গবেষণার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌছানো যাবে। কারণ, গেলো সপ্তাহে শনাক্ত হওয়া ভাইরাসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম এর গতিপ্রকৃতি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, দু-তিনটি জেনেটিক সিকোয়েন্স থেকে জন্ম এ ভাইরাসের।

সম্প্রতি, দেশটিতে করোনার বিস্তার ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়ায় ১৩’শর মতো মানুষের মৃত্যু হলেও, সংক্রমিত ৮২ হাজার।

বিজ্ঞানীরা বলছেন যে কোন ভাইরাস সময়ের সাথে সাথে তাদের ধরন ,গতি, প্রকৃতি পরিবর্তন করে। এটাই স্বাভাবিক।

অন্যান্য ভাইরাসের মত করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হওয়া তারই ধারাবাহিকতা।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা যিনি বাংলাদেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছিলেন তিনি বলছিলেন আগের মতই হাত ধোয়া, মাস্ক পরা , সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই।

“এই মুহূর্তে কিন্তু বিজ্ঞানীরা কিছু করতে পারবে না, ডাক্তাররাও কিছু করতে পারবে না। আমাদেরকে সাবধান থাকতে হবে।”

ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসটি কোভিড নাইনটিনের তুলনায় দ্রুত এবং সহজে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে; এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিকল্প সমাধান না পাওয়া পর্যন্ত করোনা শিষ্টাচার মেনে চলার তাগিদ ও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক সংবাদভাইরাল সংবাদ

Covid 19 Latest Update, Covid 19 Latest Update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eleven =

Back to top button