শোবিজ

বিক্রি হয়ে গেলো পপসম্রাট মাইকেল জ্যাকসনের বাড়ি

মাত্র ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে বাড়িটি কিনে নিয়েছেন মাইকেল জ্যাকসনেরই বন্ধু রন বার্কল

কিংবদন্তী সঙ্গীত তারকা, পপসম্রাট মাইকেল জ্যাকসনের শখের বাগানবাড়িটি শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেলো। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’ নামের বিশাল বাড়িটি সম্প্রতি ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কল।

২ হাজার ৭০০ একর জায়গার ওপর বাড়িটি নির্মিত। বিশাল এ বাড়িতে রয়েছে রেললাইন, অগ্নিসহায়তা কেন্দ্র ও বিস্তীর্ণ বাগান।

মাইকেল জ্যাকসন এটি ১ কোটি ৯৫ লাখ ডলারে কিনেছিলেন। পরে জেএম ব্যারির পিটার প্যান গল্পে অনুপ্রাণিত হয়ে এটিকে শিশুদের বিনোদন কেন্দ্রে রূপ দেন তিনি। পাশাপাশি এখানে বসবাসও করতেন তিনি।

কয়েক বছর আগে বাড়িটির নাম পাল্টে ‘সাইকামোর ভ্যালি র্যাঞ্চ’ রাখা হয়।

জানা গেছে, ২০১৫ সালে বাড়িটির দাম হাঁকা হয়েছিল ১০ কোটি ডলার। ২০১৭ সালে দাম হাঁকা হয়েছিল ৬ কোটি ৭ লাখ ডলার।

ওই সময় থেকে এটি সম্পত্তির বাজারে তালিকাভুক্ত ছিল। গত বছরও এর দাম ছিল তিন কোটি ১০ লাখ ডলার। অবশেষে মাত্র ২ কোটি ২০ লাখ ডলারে এটি বিক্রি হলো।

মূল ভবনে ৬টি শোয়ার ঘর, ৯টি বাথরুম, একটি বড় বেডরুম ও দুটি বড় টয়লেটসহ একটি চিলেকোঠা রয়েছে। ভেতরে লেক, সুইমিং পুলসহ খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে একটি বিশাল থিয়েটার হল। ১৯৮২ সালে এ বাড়িটির স্থাপত্যশৈলীর নকশা করেছিলেন রবার্ট অলটেভার্স।

মাইকেল জ্যাকসন এই বাড়িটিতেই অবসরে একান্তে সময় কাটাতেন।

আরও খবর পেতে দেখুনঃ ভাইরাল নিউজ আন্তর্জাতিক সংবাদ

Michael Jackson House, Michael Jackson House

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =

Back to top button