গতবছর উইজডেনের দশকসেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা এই বাংলাদেশি তারকা পেলেন দারুণ একটি সুসংবাদ। আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব।
আজ রোববার আইসিসি দশকসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে। আইসিসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, একাদশে ভারতের তিনজন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুজন করে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশের ও শ্রীলঙ্কার একজন করে রয়েছেন। তবে এই তালিকায় নেই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলোয়াড়।
২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের বিচারে এই একাদশ গঠন করা হয়। এই সময়ে সাকিব ১০৪টি ওয়ানডে খেলে ৪০.৫৬ গড়ে তিন হাজার ৪৮৯ রান করেন। যাতে রয়েছে চারটি সেঞ্চুরি। বল হাতে ৩১.৬১ গড়ে ১৩১ উইকেট নিয়েছেন তিনি।
গত বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছেন সাকিব। আট ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে ৬০৬ রান করেন। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
এই একাদশের অধিনায়ক হিসেবে আছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ২০১১ সালের বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত।
ধোনির সঙ্গে আরো দুই ভারতীয় হিসেবে আছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মা। আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইমরান তাহির তালিকায় রয়েছেন।
ইংল্যান্ডের বেন স্টোকস, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট গত এক দশকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একাদশে জায়গা পেয়েছেন।
আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ
ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, ও লাসিথ মালিঙ্গা।
আরও খবর পেতে দেখুনঃ কর্পোরেট সংবাদ – আন্তর্জাতিক সংবাদ
Sakib Al Hasan, Sakib Al Hasan