চলতি মাসেই ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গাদের দ্বিতীয় দল
এই মাসেই কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে দ্বিতীয় ধাপে আরো এক হাজার শরণার্থীকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্স এর।
এ মাসেই রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় ব্যাচটিকে নোয়াখালীর ভাসানচরের প্রত্যন্ত দ্বীপে স্থানান্তর করা হবে। অবশ্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আর কোনো স্থানান্তর না চালানোর আহ্বান জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের একজন বলছেন যে, দলটিকে প্রথমে চট্টগ্রাম এবং পরদিন সেখান থেকে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
শরণার্থীদের দায়িত্বে থাকা বাংলাদেশ সরকারের উপ-কর্মকর্তা মোহাম্মদ শামসুদ দোজা বলছেন, যারা স্বেচ্ছায় যেতে চাচ্ছেন, কেবল তাদেরকেই স্থানান্তর করা হচ্ছে। কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে সেখানে প্রেরণ করা হবে না।
অবশ্য কিছু শরণার্থী এবং মানবাধিকার কর্মী অভিযোগ করে বলেছেন যে, ভাসানচরে যাওয়ার জন্য কিছু রোহিঙ্গাকে বাধ্য করা হয়েছে।