কক্সবাজারের শরণার্থী শিবির থেকে দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে। চট্টগ্রাম থেকে আজ সকালে তারা পাঁচটি জাহাজে করে নৌবাহিনীর তত্ত্বাবধানে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৩০ জন আছে, যাদের আত্মীয়-স্বজন কিংবা পরিবার এরই মধ্যে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ভাসানচরে গেছে। তারা বলছে, পরিবারের কাছ থেকে ফোনে খবর পেয়েছে যে, সেখানে থাকা–খাওয়ার ব্যবস্থা খুবই সুন্দর ও ভালো পরিবেশ। সেজন্য তারা সেখানে যাচ্ছে।
এর আগে গত ৪ ডিসেম্বর কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে যান এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা।
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন এর বিরোধিতা করছে, তেমনি নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি নানা সংস্থা। সরকার ১ লাখ রোহিঙ্গার জন্য নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে পরিকল্পিত আবাসনসহ আধুনিক জীবন-যাত্রার ব্যবস্থা করে রেখেছে। পর্যায়ক্রমে নির্ধারিত রোহিঙ্গাদের এখানে স্থানান্তর করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় যেসব রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন তাদের মধ্যে ১৩০ জনের বেশি প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। তারাই সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ভাসানচরের পরিস্থিতি দেখিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে।
মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা।
আরও খবর পেতে দেখুনঃ লাইফ স্টাইল – করোনা আপডেট
Rohingya News Bangladesh, Rohingya News Bangladesh