ইয়েমেনে বিমানবন্দরে হামলা, নিহত অন্তত ২২
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জন। খবর বিবিসির।
সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান ইয়েমেনের বিমানবন্দরে অবতরণের পরপরই গোলাগুলির মুখে পড়ে। সেখানে রকেট হামলাও করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী। খবর আল জাজিরার।
হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাতেই জোটের পক্ষ থেকে সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুতিদের নিয়ন্ত্রিত দুটি এলাকায় হামলা চালানো হয়। এলাকাগুলো হল- দক্ষিণ সানার সানহান জেলার রিমা হামিদ ও বনি হাশি জেলার ওয়াদি রাজম। তবে প্রতিবেদনে কোনো হতাহতের বিষয়ে জানানো হয়নি।
অবশ্য এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই হামলায় সরকারি বিমানের কোনো ক্ষতি হয়নি এবং সরকারি কর্মকর্তাদের কেউ হতাহত হয়নি।
ইয়েমেনের নতুন সরকার বুধবার দেশে ফিরে এই হামলার শিকার হয়। দেশটির প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিকসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে নামতেই ব্যাপক গোলাগুলি ও একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই নতুন মন্ত্রীদের প্রেসিডেন্সিয়াল ভবনে সরিয়ে নেওয়া হয়।
গত ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।
আরও খবর পেতে দেখুনঃ সম্মান ও স্বীকৃতি – খোলা জানালার সংবাদ
Latest Yemen War News, Latest Yemen War News