আন্তর্জাতিক

সাদ্দামের মতোই করুণ পরিণতি হবে ট্রাম্পের: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতি করুণ হবে। বুধবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইরাকের সাদ্দাম আর যুক্তরাষ্ট্রের ট্রাম্প চাপিয়ে দিয়েছে অর্থনৈতিক যুদ্ধ। সে সময় ইরানিরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সাদ্দামকে পরাজিত করে। এরপর সেই সাদ্দামের ফাঁসি কাষ্ঠে মৃত্যু হয়।

তিনি বলেন, যারাই ইরানিদের পরাজিত করতে চেয়েছে তাদের বিরুদ্ধেই ইরানিরা প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিজয়ী হয়েছে। ইরান আন্তর্জাতিক ফোরামেও যুক্তরাষ্ট্রকে ব্যর্থতার স্বাদ নিতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক জোরদারের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট আরও বলেন, আজারবাইজানের ভূখণ্ড মুক্ত হওয়ার বিষয়টি ইরানের সঙ্গে সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইরান ও আজারবাইজান ‘খোদাঅফারিন’ বাধের মাধ্যমে পানি সংরক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগল’ বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, দ্রুত ট্রাম্পের শেষ পরিণতি ইরাকের শক্তিশালী প্রয়াত নেতা সাদ্দাম হুসেনের মতো হবে।

রুহানির মতে, সাদ্দাম হুসেন এবং ট্রাম্প উভয়ই আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যা ক্ষমার অযোগ্য।

রুহানি বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জামের কারণে যুক্তরাষ্ট্র ভীষণই ক্ষুব্ধ। কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরান কখনোই এক্ষেত্রে ছাড় দেবে না বরং প্রতিদিনই প্রতিরক্ষা শক্তি জোরদার করবে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রাণঘাতী করোনা ভাইরাসের ত্রাণ বিলে আরও কিছু যোগ করার দাবি জানিয়ে আইন প্রণেতাদের অবাক করেছেন। এর ফলে সরকারি ব্যয় তহবিল এবং করোনার ত্রাণ বিল বিপদের মুখে পড়েছে।

ইরান ও আফগানিস্তানের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় সন্তোষও প্রকাশ করেন রুহানি। তিনি বলেন, দুই দেশের মধ্যে খাফ-হেরাত রেল লাইন মাজার শরিফকে যুক্ত করার পাশাপাশি তা মধ্য এশিয়া ও উজবেকিস্তানকে সংযুক্ত করবে বলে আশা করছি।

আরও খবর পেতে দেখুনঃ খোলা জানালা জাতীয় সংবাদ

Donald Trump News Latest, Donald Trump News Latest

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Back to top button