Lead Newsরাজনীতি

গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন চলছে : ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। আমরা অনেক স্বপ্ন দেখতে চাই। আমরা চাই, এই বছর অনেক সুন্দর হয়ে আসবে। করোনাসহ সবকিছু মিলিয়ে আমাদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কিন্তু বাস্তবতা দেখতে গেলে আজকে বলা হচ্ছে, বাংলাদশ হাইব্রিড রেজিমের দেশ। এখানে গণতন্ত্র সংকর গণতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা আছে দেশে।’

আজ শ‌নিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হো‌সেন চৌধুরী হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের উদ্যোগে চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণসভায় এসব কথা বলেন বিএনপির নেতা।

গোটা পৃথিবী এখন একটা চরম দুঃসময় কাটাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘একদিকে মহামারির আগ্রাসন, আরেকদিকে গণতন্ত্র মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র বেড়ে উঠছে। সেই সঙ্গে দাম্ভিকতা-অহংকার, সাধারণ মানুষকে অবজ্ঞা যেন এই সময়কার রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘১৯৭১ সালে আমরা স্বপ্ন দেখেছিলাম, একটা গণতান্ত্রিক দেশ, সমাজ তৈরি করার। বারবার আমাদের স্বপ্ন ভেঙে গেছে। স্বাধীনতার ৫০ বছর পরেও একথা বুক ফুলিয়ে বলতে পারছি না- আমরা স্বাধীন দেশে বাস করছি, আমাদের এখানে গণতন্ত্র আছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? এখানে সরকার থেকে শুরু করে সব আছে, কিন্তু মানুষের অধিকার নেই।’

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সদস্য স‌চিব স‌হিদুল ইসলাম বাবলুর সঞ্চলনায় স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জা‌হিদ হাসান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জহুরুল ইসলাম সাহাজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ম‌হিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জে‌রিন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াবা ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মিয়া আনোয়ার, কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 8 =

Back to top button