Lead Newsসরকার

বছরে ১৪ লাখ বেকারকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রতিবছর ১৮ থেকে ২০ লাখ চাকরিপ্রত্যাশী বাজারে আসছেন। এ বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশীর মধ্যে ১৪ লাখ লোককে সরকারের বিভিন্ন দক্ষতা উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -ডিসিসিআই আয়োজিত ‘ফিউচার স্কিল রিকুয়ার্ড বাংলাদেশ’ বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের কারণে শ্রমনির্ভর চাকরির বাজার সংকুচিত হচ্ছে। ভবিষ্যতের কাজের বিষয়টি মাথায় রেখে সরকার শ্রমিকের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে। এ জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল-এনএসডিসিকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নেওয়া হয়েছে, সূত্র অধিকার নিউজ।

এ সময় চাকরিপ্রত্যাশীদের স্থানীয় কল-কারখানা এবং আন্তর্জাতিক বাজারের জন্য কর্মযোগ্য করতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বর্তমান সরকার দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে রূপকল্প-২০২১ ঘোষণা করে। এ রূপকল্পকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পণা (২০১০-২১) প্রণয়ন করা করা হয়। এই রূপকল্পের লক্ষ্যসমুহ হলো- বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং দারিদ্রের হার ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা, মাথাপছিু আয় দুই হাজার ডলারে উন্নীত করা এবং বাণিজ্য অনুপাত (আমদানী ও রপ্তানী) জিডিপির ৬০ শতাংশে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে কাজ চলছে।

 

আরও সংবাদ এখানেঃ আন্তর্জাতিক শ্রম বাজার

Tag: Dhaka breaking news,  Dhaka news breaking

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 12 =

Back to top button