আন্তর্জাতিক

পেঁয়াজের দাম বাড়ায় ভারতে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

Bangla Newspaper:

পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ভারতের মানুষের। কেজিপ্রতি পেঁয়াজ দুইশ’ রুপি ছুঁতে চলেছে। অতীতের যেকোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ অবস্থায় দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এক মানবাধিকার কর্মী।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্রতারণা ও বিভ্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে।

মুজ্জাফ্ফরপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে এক মানবাধিকার কর্মী।

রাজু নায়ারের ভাষ্য, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী। এইভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।

চলতি মাসের ১২ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে পার্লামেন্টে বিরোধীদের আক্রমণে নাজেহাল অবস্থা নরেন্দ্র মোদি সরকারের।

যদিও গত কয়েকদিন ধরেই মানুষের সামাজিক মাধ্যমে মানুষের করা মন্তব্য বা প্রতিক্রিয়ার বড় অংশ জুড়েই রয়েছে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি। এই রেকর্ড মূল্যবৃদ্ধি তাদের জীবনে কী প্রভাব ফেলছে, সেটাও উঠে এসেছে এসব প্রতিক্রিয়া।

বাংলাদেশে পেঁয়াজের দাম রেকর্ড ছোঁয়ার পরে এ নিয়ে দেশটির বাসিন্দাদের মধ্যে যেমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে সামাজিক মাধ্যমেও। সেখানে অনেকেই এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি রসিকতাও করতে শুরু করেছেন।

এ কাদের লিপু ফেসবুকে লিখেছেন, আজ দুঃসাহস দেখিয়ে ৬৫ টাকা দিয়ে ২৫০ গ্রাম (১৭)টি পেঁয়াজ কিনেছি!!!

সূত্র সময় নিউজ।

 

আরও খবরঃ চলমান রাজনীতি

Tag: All Bangla Newspaper,

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Back to top button