প্রবাসসম্মান ও স্বীকৃতি

কাতারে বাংলাদেশি হাফেজদের কৃতিত্বপূর্ণ সাফল্য

কাতারে সম্প্রতি অনুষ্ঠিত “শেখ জাসেম মোসাবাকা” কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি চার জন হাফেজ অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীরা হলেন, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ, আবু সুহাইলা মোহাম্মদ, হাফেজ ক্বারী মোহাম্মদ মোহাম্মদুল্লাহ, শায়েখ আব্দুল ওয়াহাব ইউসুফ আহমেদ। অপর হলেন প্রতিযোগি মোছা. খাদিজা।

এই প্রতিযোগিতায় অন্যান্য দেশের নাগরিকরাও অংশগ্রহণ করেছেন, কিন্তু প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার দিক থেকে বাংলাদেশিরাই সংখ্যায় বেশি। এই ফলাফলে কাতারে বাংলাদেশের সম্মান আরো একধাপ বৃদ্ধি পেয়েছে, সূত্র ডেইলি বাংলাদেশ।

এর আগেও ২০১৮ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত তিজানুন নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশের খুদে কারি ও হাফেজরা। তিলাওয়াত ও হিফজ (মুখস্থ পড়া) শীর্ষক দুটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের খুদে হাফেজরা। অন্য বিভাগ ‘তিলাওয়াত’-এ সুমধুর কণ্ঠের ছোঁয়ায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের খুদে কারিরা।

তিজানুন নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এবার ৫৪টি দেশের কয়েক শ প্রতিযোগী অংশ নেয়। এতে সবাইকে তাক লাগিয়ে বাংলাদেশি শিশু আবু রায়হান একাধারে হিফজ বিভাগে প্রথম ও তিলাওয়াত বিভাগে চতুর্থ স্থান অর্জন করে। ২০১৮ সালের  ১০ মার্চ সমাপনী অধিবেশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে প্রতিযোগিতার সব কটি পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচার হয়েছিল জিম টেলিভিশনের পর্দায়।

আরও জানুনঃ ধর্ম ও জীবন

 

Tag: Bangladeshi Latest Breaking News, Latest Bangladeshi Breaking News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Back to top button