দেশবাংলা
কুষ্টিয়ায় কাউন্সিলর প্রার্থীর পোলাও জব্দ
কুষ্টিয়া পৌর নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির রান্না করা পোলাও জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ জানুয়ারি) রান্না করা পোলাও ভোটারদের বাড়ি পৌঁছে দেওয়ার অভিযোগে খাবার জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী জানান, কুষ্টিয়া পৌর নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে পোলাও রান্নার আয়োজন করেন। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে বোঝাই করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি।
এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও খাবার জব্দ করা হয়। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট।