রাজনীতি

আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে ৮ গুণ বেশি ভোট পেলেন বিএনপি প্রার্থী

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রাথী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে ৮ গুণেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।

নিবার্চনে হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫০৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পংকজ কুমার সাহা নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫৬ ভোট। অপর বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৪৯ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে শ্রীধাম দাশ গুপ্ত ৬০৮ ভোট পেয়েছেন। ফলে নৌকার প্রার্থীর চেয়ে ৮ গুণ বেশি ভোট পেয়েছেন বিএনপির হাবিবুর রহমান মানিক। 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রাথী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ৮ গুণের চেয়ে বেশি ভোটে পেয়ে জয়ী হয়েছেন।

নিবার্চনে হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫০৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পংকজ কুমার সাহা নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫৬ ভোট। অপর বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৪৯ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে শ্রীধাম দাশ গুপ্ত ৬০৮ ভোট পেয়েছেন। ফলে নৌকার প্রার্থীর চেয়ে ৮ গুণ বেশি ভোট পেয়েছেন বিএনপির হাবিবুর রহমান মানিক।

মাধবপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা। ভোটার ১৫ হাজার ৯৮৭ জন।

মাধবপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা। ভোটার ১৫ হাজার ৯৮৭ জন।

আরও খবর পেতে দেখুনঃ রাজনীতির হালচাল আজকের ভাইরাল সংবাদ

Awami League News, Awami League News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Back to top button