বাণিজ্য মেলা হচ্ছে না এ বছর
করোনাভাইরাসের কথা বিবেচনা করে এ বছরের ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পিছিয়ে আগামী ১৭ মার্চ শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছিল। সেই অনুযায়ী এ সংক্রান্ত একটি আবেদন প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু তিনি সেটির অনুমোদন দেননি বলে জানা গেছে।
ফলে আগামী ১৭ মার্চ মেলা শুরু হচ্ছে না যে তা একপ্রকার নিশ্চিত। এমনকি এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা না হওয়ার সম্ভাবনাই বেশি। আজ মঙ্গলবার একাধিক দায়িত্বশীল সূত্র তথ্যটি জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, আগামী ১৭ মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে নিচ্ছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সোমবার জাতীয় দৈনিকে মেলার প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট, স্টলের স্পেস বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয় তারা।
তবে মঙ্গলবার প্রতিষ্ঠানটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, মেলা আয়োজনের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী। তাই ওই সময়ে মেলা হচ্ছে না।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপাতত হচ্ছে না বা না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা শিওর দিয়ে বলা যায়। বুধবার এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, প্রতি বছর পহেলা জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। আর সেই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কিন্তু এ বছর করোনার কারণে সেটা পিছিয়ে আগামী ১৭ মার্চ শুরু করার পরিকল্পনা নেয় আয়োজক কর্তৃপক্ষ।
ঢাকার অদূরে পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত জায়গায় নির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারের আয়োজন বসার কথা ছিল।