জাতীয়শিল্প ও বাণিজ্য
এবার বাংলাদেশকে করোনার ভ্যাকসিন উপহার দিতে চায় চীনা কোম্পানি
বাংলাদেশকে করোনার টিকা উপহার দিতে চায় চীনা কোম্পানি আনুই জিফেই। বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, টিকা নিয়ে আলোচনার জন্য আনুই জিফেই’র প্রেসিডেন্ট পু জিয়াং ঢাকা সফরে সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন।
জানা গেছে, আনুই জিফেই বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকার অনুমোদন দিলে তারা এখানে টিকা উৎপাদন করবে। একইসঙ্গে টিকার ট্রায়াল দিতে চায় প্রতিষ্ঠানটি।
মুজিববর্ষ উপলক্ষে এই টিকা উপহার দিতে চায় প্রতিষ্ঠানটি। এই টিকার বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহার দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
চীনা প্রতিষ্ঠান আনুই জিফেই এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, চীন ও ইকুয়েডরে টিকার ট্রায়াল দিয়েছে।