করোনার কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন করে শ্রদ্ধা জানাতে পারবে।
গতকাল অমর একুশে উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের এ সভায় ওই দিন শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কমিটি গঠন করা হয়েছে। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়ক ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্যসচিব করা হয়েছে এ কমিটির।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কমিটি গঠন করা হয়েছে। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়ক ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্যসচিব করা হয়েছে এ কমিটির।
কেন্দ্রীয় সমন্বয় কমিটির পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অমর একুশে উদযাপনে আরো কয়েকটি উপ-কমিটি করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
আরও খবর পেতে দেখুনঃ ইতিহাসের ডায়েরীর কথা – দৈনিক খাদ্য তালিকায় যা থাকা উচিৎ
21st February, 21st February