চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০০০ পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে নেমেছে ২৫ প্লাটুন বিজিবি।
গতকাল থেকেই চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার বাংলানিউজকে জানান, সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি সদস্যরা ২৫ জানুয়ারি বিকেল থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ-র্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন।
নির্বাচনে দায়িত্ব পালন করা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনায় বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন বলে জানান তিনি।
এদিকে সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর জানান, চসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৯ হাজার পুলিশ সদস্য কাজ করছেন।
তিনি বলেন, কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে পুলিশ। কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।