সৌদিতে রেস্তোরাঁয় এখন থেকে নারী-পুরুষ একসঙ্গে বসতে পারবে
সৌদি আরবের রেস্তোরাঁগুলোয় নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
আলাদা প্রবেশদ্বারসহ বসার জায়গায় নারী-পুরুষের জন্য আলাদাভাবে আয়োজন রাখতে হতো রক্ষণশীল এই দেশটির রেস্তোরাঁ, ক্যাফে ও সভা-সেমিনারের মিলনায়তনগুলোতে। বেশির ভাগ জায়গায় পর্দা ব্যবহার করা হয়।
রোববার সৌদি পৌর মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, এখন থেকে রেস্তোরাঁগুলোকে লিঙ্গভিত্তিক আলাদা প্রবেশদ্বার রাখতে হবে না। তবে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে কেউ চাইলে তা রাখতে পারবে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।
সাংস্কৃতিক ও সামাজিক খাতে রক্ষণশীলতার মাত্রা কমিয়ে আনতে ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম এটি।
২০১৭ সালে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি এমন নানাবিধ সংস্কারমূলক সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছেন। বছরের শুরুতে নারীদের সঙ্গী ছাড়াই বিদেশ ভ্রমণের অনুমতি দেয় সৌদি সরকার।
২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়।