BPL News Update: বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলেও পুরোমাত্রায় প্রস্তুতি শুরু করতে পারনি দলগুলো। তবে দ্রুতই গুছিয়ে ওঠার চেষ্টা চলছে। একে একে ঢাকায় আসছেন বিভিন্ন দলের বিদেশী ক্রিকেটাররা। গতরাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পেসার মোহাম্মাদ আমির। আমির এবার খেলবেন খুলনা টাইগার্সের হয়ে।
গতরাতে আমির তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন। বিমানবন্দরে তোলা ওই ছবির সাথে ক্যাপশন ‘বাংলাদেশে যাচ্ছি’।
এছাড়া খুলনার বিদেশি ক্রিকেটার রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক ও রহমতউল্লাহ গুরবাজ চলে এসেছেন ঢাকায়। আর দলটির বিদেশি কোচ জেমস ফস্টারও এখন ঢাকায়।
খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আমাদের চার বিদেশি ক্রিকেটার রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির ও রহমতউল্লাহ গুরবাজ আজই এসে পৌঁছেছেন। এছাড়া কোচ জেমস ফস্টারও চলে এসেছেন। সোমবার বিকেল ৩ টায় আমাদের অনুশীলন শুরু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে এবার বিপিএলের পুরো বিষয়গুলো দেখভাল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের বিশেষ আয়োজনে নেই কোনো ফ্রাঞ্চাইজি।
এবারের বিপিএল নিয়ে আমির বলেন, বোর্ড সবকিছু করায় দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই ভালো হয়েছে। আপনি যদি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিকে তাকান তাহলে দেখবেন সেখানেও এই নিয়ম হওয়া আমাদের তেমন সমস্যায় পড়তে হয় না।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, শহিদুল ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক।
আরও জানুনঃ সর্বশেষ খেলার খবর, বিপিএলে কে কোন দলে
Tag: BPL News Update