রাশিয়ার তৈরি করোনা টিকার কার্যকারিতা ৯১.৬ ভাগ
কোভিড-১৯ প্রতিরোধে রাশিয়ার তৈরি টিকা ‘স্পুতনিক-৫’ ৯১.৬ ভাগ কার্যকর বলে দাবি করা হয়েছে। করোনার উপসর্গ থাকা ৬০ বছরের বেশি বয়সীদেরকে এই টিকা প্রয়োগ করা যার কার্যকারিতা ৯১ দশমিক ৮ শতাংশ। এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এমন দাবি করা হয়।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, স্পুতনিক-৫ টিকা ২০ হাজারেরও বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়। তাদের এক-তৃতীয়াংশকে এই টিকা দেয়া হয়। বাকিদের দেয়া হয় প্লাসেবো (প্রতিক্রিয়াহীন তরল পদার্থ)। আসল টিকা গ্রহণকারীদের কারও বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। চিকিৎসাবিষয়ক ব্রিটিশ সাময়িকী দ্য ল্যানসেটে গবেষকদের উদ্বৃতি দিয়ে বলা হয়, এই পরীক্ষার মধ্যেই আলাদা করে ৬০ বছরের বেশি বয়সী ২ হাজার ১৪৪ জনকে আলাদা করে টিকা প্রয়োগ করা হয়। এদের করোনার উপসর্গ ছিল।
এ ক্ষেত্রে স্পুতনিক-৫ টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৮ শতাংশ পাওয়া যায়।
স্পুতনিক-৫ টিকাটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টার, রাশিয়া ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এই টিকা ২১ দিনের ব্যবধানে দুটি ডোজ নিতে হয়।