জাতীয়

নদীতে ১২০ কেজি ওজনের বিশাল ডলফিন

Bangladeshi News Update:  যাশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মধ্যে শ্রীহরি নদী থেকে গতকাল রোববার ১২০ কেজি ওজনের একটি ডলফিন মাছ উদ্ধার করেছে গ্রামের কতিপয় ব্যক্তি।

খবর পেয়ে সেখানে যান কেশবপুর উপজেলার মৎস্য অফিসার। এরপর সেখানে আসেন খুলনা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা।

মৎস্য বিশেষজ্ঞ এসব ব্যক্তি জানান, ডলফিনের বিভিন্ন প্রজাতির রয়েছে।এই ডলফিনটি তারই এক প্রজাতির। মাছটি দেখার জন্য অসংখ্য উৎসুক মানুষ সেখানে ভিড় করে। এরপর মাছটি খুলনাতে নিয়ে যান মৎস্য বিভাগের কর্তৃপক্ষ, সূত্র নয়া দিগন্ত।

উক্ত আগরহাটি গ্রামের জিএম আবুল বাশার জানান, নদীর পানি সকাল সাড়ে ৭টার দিকে ভাটার টানে প্রায় শুকিয়ে যায়। এসময় কাদার উপর মৃত মাছটি দেখে তিনিসহ এলাকার কতিপয় ব্যক্তি সেটি উদ্ধার করে ফেসবুকে পোস্ট দেন। এরপর বিষয়টি জানাজানি হয় ।

এর আগেও একবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে এবার বিশাল আকারের একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়েছে। ডলফিনটি দেখতে ভোটমারী ইউনিয়ন পরিষদের শত শত উৎসুক মানুষ ভিড় করেন।

সোমবার বিকালে তিস্তা নদীতে বিশাল আকারে ডলফিন দেখতে পেয়ে ৫-৬ জন মিলে জাল পেতে এটি আটক করেন। সাড়ে ৮ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির ওজন প্রায় ২শ’ কেজি।

স্থানীয়রা জানান, তিস্তা নদীর পারে ভুট্টা ক্ষেতে যান কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের আবদুল হামিদের ছেলে রাশেদুল ইসলাম। তিস্তা নদীতে পানি কম থাকায় ডলফিন দেখতে পেয়ে কয়েকজন মিলে জাল পেতে এটিকে আটক করেন। পরে ডলফিন ভ্যানে করে বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমান।

শোইলমারী গ্রামের স্থানীয় জেলে রশিদুল ইসলাম বলেন, নদীতে বড় মাছ মনে করে কয়েকজন মিলে জাল পেতে মাছটি আটক করি। পরে দেখি এটা ডলফিন।

আরও সংবাদ এখানেঃ ডলফিন, বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল তিমি হাঙর

Tag:Bangladeshi News Update,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =

Back to top button