তথ্যপ্রযুক্তি

চার্জিং পোর্ট থাকছে না নতুন আইফোনে!

Latest Gadgets News:

একের পর এক নতুন নতুন প্রযুক্তি এনে গ্রাহকদের তাক লাগিয়ে দিচ্ছে আইফোন। এবার তারা আইফোন থেকে চার্জিং পোর্ট সরিয়ে ফেলার চিন্তা করছে।

ল্যাপটপ থেকে ডিস্ক রম বা ইউএসবি ফেলে দেওয়ার পর এবার মোবাইল ফোন থেকে চার্জিং পোর্ট ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানান, ২০২১ সালের হাই-অ্যাণ্ড আইফোন মডেল থেকে বাদ দেয়া হতে পারে লাইটনিং কানেক্টর। ওয়্যারলেস চার্জিংয়ের ওপর নির্ভর করবে ডিভাইসটির চার্জিং ব্যবস্থা। লাইটনিং কেবল বাতিল এবং অন্যান্য আপডেটের কারণে হাই-এন্ড আইফোনগুলোর বিক্রি ও দাম বাড়াবে।

২০১৭ সালে কুয়ো ধারণা করেছিলেন- আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি ব্যবহার করবে।

ইদানীং বেশ কয়েকটি পণ্যে ইউএসবি টাইপ-সি কানেকটর যুক্তও করেছে অ্যাপল। নতুন আইফোনে আনা হয়েছে ফাস্ট চার্জিং সুবিধা যা ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করবে।

ইন্ডিয়া টাইস তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রতিষ্ঠানটি আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দেয়ার কথা কয়েক বছর ধরেই ভাবছে। ২০১৭ সালে কুয়ো ধারণা করেছিলেন লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি ব্যবহার করতে পারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে ধারণা করা হচ্ছে, লাইটনিং কানেকটর বাতিল করে ওয়্যারলেস চার্জিং এবং অন্যান্য আপডেটের কারণে বিক্রির সঙ্গে সঙ্গে দামও বাড়বে হাই-অ্যান্ড আইফোনগুলোর। তবে, পূর্ব ঘোষিত আইফোনগুলো বাজারে আসছে ২০২০ সাল নাগাদ যেগুলোতে থাকবে ইউএসবি সি টাইপ চার্জিং পোর্ট।

 

 

 

আরও সংবাদঃ প্রযুক্তি পণ্যকত দিয়ে কিনতে পারেবেন নতুন আইফোন

Tag: Latest Gadgets News,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + sixteen =

Back to top button