চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানে বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেট ২২৩ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৭১ রানের লিড থাকায় ক্যারিবীয়দের জন্য জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৫ রান।
দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। ১৮২ বলে ১১৫ রান করেছেন তিনি। এই ইনিংসে তিনি মেরেছেন ১০টি দৃষ্টিনন্দন চার। এটি তার দশম টেস্ট সেঞ্চুরি। লিটন দাস খেলেছেন ৬৯ রানের এক ঝলমলে ইনিংস।
ক্যারিবিয়ানদের পক্ষে রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকান ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া শ্যানন গেব্রিয়েল নিয়েছেন ২টি উইকেট।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছিল। এরপর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে।