আন্তর্জাতিক

৪ বছর পর মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হোসেইনকে চার বছর পর মুক্তি দিয়েছে মিসর। শনিবার (৬ ফেব্রুয়ারি) অভিযোগ গঠন বা আনুষ্ঠানিক কোনও বিচারকার্য ছাড়াই দেশটির নাগরিক সাংবাদিক মাহমুদকে মুক্তি দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদের মেয়েও বাবার কারামুক্তির বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৬ সালে সাংবাদিক মাহমুদ কাতার থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার করা হয় তাকে। তখন মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাহমুদের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ ও বিদেশি কর্তৃপক্ষের নিকট থেকে অর্থ গ্রহণের মাধ্যমে দেশের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ তোলা হয়। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে দেশটির সরকার কোনও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেনি। বিপরীতে মাহমুদ ও আল-জাজিরা বারবার এসব অভিযোগ অস্বীকার করেছে।

সাংবাদিক মাহমুদকে মুক্তি দেওয়ার পর আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোয়াগ বলেন, সাংবাদিক মাহমুদের মুক্তি সত্যের এক মুহূর্ত এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি মাইলফলক। তার মুক্তিকে স্বাগত জানাই আমরা। এছাড়াও আমরা মনে করি তার সঙ্গে গত চার বছরে যা হয়েছে তা অন্য কোনও সাংবাদিকের সঙ্গে আর হবে না।

আল-জাজিরার অ্যারাবিক ভার্সনে সাংবাদিক মাহমুদ হোসেইন কয়েক বছর ফ্রিল্যান্স্যার হিসেবে কাজ করার পর ২০১০ সালে পূর্ণ মেয়াদে যোগদান করেন। শুরুর দিকে তিনি মিসরের কায়রোতে কাজ করেন এবং এরপর যোগদান করেন কাতারের দোহায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Back to top button